ধর্ম

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পবিত্র ঈদ-উল-আযহার পালিত

By মেহেরপুর নিউজ

July 10, 2022

মেহেরপুর নিউজ:

যথাযোগ্য মর্যাদার সাথে মেহেরপুরে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টায় মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে মেহেরপুরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় ৮-১৫ মিনিটে মেহেরপুরের পুরাতন ঈদগাহ মাঠে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

মেহেরপুর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮.৩০ মিনিটে, মেহেরপুর থানা মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭ টায়,মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে মহিলাদের জামাত সকাল ৮.৪৫ মিনিটে এবং শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিস এর জামাত অনুষ্ঠিত হয় সকাল ৬.৩০ মিনিটে ।

এছাড়াও মেহেরপুর জেলার অন্যান্য ঈদগাহ ময়দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান জামাতের সাথে সমন্বয় করে জামাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাতের ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, শহরের পুরাতন ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান।

কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে ইমামতি করেন কোট জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের হেসেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু মেহেরপুর পৌর ঈদগাহের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর-১আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন,পৌর-মেয়র মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুরে শতবর্ষী পুরাতন ঈদগা মাঠে নামাজ আদায় করেন।

পুলিশ সুপার রাফিউল আলম মেহেরপুর পুলিশ লাইন মাঠে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস সদর উপজেলার পিরোজপুর কেন্দ্রীয় ঈদগা মাঠ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক সভাপতি সানোয়ার হোসেন সানু মেহেরপুর প্রধান জামাতে নামাজ আদায় করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,মেহেরপুর পুরাতন ঈদগা মাঠে, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া ঈদগা মাঠে নামাজ আদায় করেন। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান গোভিপুর প্রধান ঈদগা মাঠে,আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম আশরাফপুর ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাইদুজামান খোকন তার নিজ গ্রাম তেরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী গাংনীর চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস,বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন আনন্দবাস ঈদগা মাঠে,মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু কোমরপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।