টপ নিউজ

যশোরে বিএনসিসি ক্যাম্পে মেহেরপুর ক্যাডেটদের সাফল্য

By মেহেরপুর নিউজ

September 10, 2019

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে যশোর অনুষ্ঠিত ব্যাটালিয়ন ক্যাম্পে মেহেরপুর সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজের ক্যাডেট ব্যাপক সাফল্য অর্জন করেছে।

ব্যাটালিয়ন ক্যাম্পে লোক সংগীতে ক্যাডেট নাসিম ১ম, রেজাউল ২য় হয়। মহিলা কলেজের সাকি ৩য়। আধুনিক গানে সরকারী কলেজের প্রিয় কুমার ১ম, রেজাউল ২য় স্থান অর্জন করেন।

সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার বিঃ জেনারেল ইশবাল আহম্মেদ মঙ্গলবার দুপুরের দিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।