খেলাধুলা

যশোর জেলা দলের ক্ষুদে ক্রিকেটার আকাশব্যাটিং, ফিন্ডিং ও বোলিং নৈপুন্য প্রদর্শন করে ক্রিকেটমোদি মানুষের মন জয় করে ফিরেছে

By মেহেরপুর নিউজ

April 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল:

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জোনের ফাইনাল খেলায় যশোর জেলা দল শোচনীয় ভাবে মেহেরপুর জেলার কাছে পরাজিক হলেও যশোর জেলা দলের ক্ষুদে খেলোয়াড় আকাশ মেহেরপুর জেলাবাসীর মন জয় করেছে। যে বয়সে সবে মাত্র টেনিস বল নিয়ে অনুশীলন করার কথা সেই বয়সে শাখাওয়াত হোসেন আকাশ ব্যাটিং, ফিন্ডিং ও বোলিং নৈপুন্য প্রদর্শন করে ক্রিকেটমোদি মানুষের মন জয় করে ফিরেছে।

যশোর পুলিশ লাইন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আকাশ তার স্কুলের একজন অল রাউন্ডার হিসেবে দলে যোগ দিয়েছে। প্রথম দিকে মনে হয়েছিল ক্ষুদে ওই খেলোয়াড় কারো পরিবর্তে মাঠে নেমে ফিল্ডিং করছে। ভুল তখনই ভাঙলো যখন সে ফিল্ডিং নৈপুন্য প্রদর্শন করলো। ওই বয়সে এত চমৎকার ফিল্ডিং পরে দলের নিশ্চিত পরাজয় জেনেও চমৎকার ব্যাটিং নৈপুন্য প্রদর্শন করল যা চোখে না দেখলে বিশ্বাসই হবে না। অত্যন্ত ধৈর্যের সাথে ২৭ বল মোকাবেলা করে ১৪ রান করে ক্রিকেটে মুন্সিয়ানার ছাপ রাখলো। বয়স ও উচ্চতার তুলনায় তার ব্যাট ও প্যাডই যেন মনে হচ্ছিল বড়। তার পরও ৭০-৮০ কিলো মিটার বেগে আসা বল মোকাবেলা করছে যেন একজন পরিপক্ক ক্রিকেটার।