করোনাভাইরাস

যাদবপুরের ব্যবসায়ী আহসান হাবিব জিলার মাক্স ও সাবান বিতরণ

By মেহেরপুর নিউজ

March 27, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের ব্যবসায়ী আহসান হাবিব জিলার পরিবারের উদ্যোগে যাদবপুর গ্রামে ১ হাজার মাক্স ও সাবান বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে যাদবপুর মোড়ে মাক্স ও সাবান বিতরণের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান উপস্থিত থেকে মাক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আহসান-হাবিব জিলা, ইউপি সদস্য আলমগীর হোসেন সাংস্কৃতিক কর্মী মুহিত সেখানে উপস্থিত ছিলেন।