শিক্ষা ও সংস্কৃতি

যারা নকল করার জন্য পরীক্ষা কেন্দ্রে যাবেন,তারা ঠকবেন-ইউ এন ও মুহম্মদ আব্দুস সালাম

By মেহেরপুর নিউজ

January 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জানুয়ারী: গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আব্দুস সালাম বলেছেন, আগামী এসএসসি পরীক্ষা নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। তাই এসএসসি পরীক্ষার্থীরা তাদের পাঠ শেষ করে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। যারা নকল করার উদ্যোশ্যে পরীক্ষা কেন্দ্রে যাবেন,তারা ঠকবেন। বুধবার দিনব্যাপি গাংনী উপজেলার সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ে নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীণ বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলিপ কুমার সেন,ফতাইপুর রেজিষ্ট্রার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সমাজ সেবক জালাল উদ্দীন,এমদাদুল হোসেন প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলালের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথি আরো বলেন, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। তাই আজকের এই কোমলমতি ছাত্র ছাত্রীদের কে সঠিক ও সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষকদের  কারিগরের ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদের উদ্যোশ্যে তিনি বলেন, পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ন জিনিসপত্রের জন্য যেমন খেয়াল রাখেন,সেভাবে নিজের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানদের প্রতি খেয়াল না রাখলে সন্তানরা বিপথে চলে যেতে পারে। তখন কিছুই করার থাকবেনা। এসময় ২০১২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থী মিঠুন ও মেহেতাজ রাশেদীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।পরে এক মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।