ফুটবল

যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে গাড়াডোব জনতা ক্লাবের দুর্দান্ত জয়

By Meherpur News

July 09, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা ফুটবল একাদশের উদ্যোগে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে গাড়াডোব জনতা ক্লাব দাপুটে জয় অর্জন করেছে।

বুধবার অনুষ্ঠিত খেলায় তারা ৫-০ গোলের বিশাল ব্যবধানে পিরোজপুর অল স্টারকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রাব্বি হ্যাটট্রিক করেন এবং মুন্না ও রাকিব একটি করে গোল করেন।

দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়েন রাব্বি। দুর্দান্ত খেলার জন্য তাকেই “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়। খেলা শেষে অতিথি আজমাইন তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।