ফুটবল

যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে আশরাফপুর একাদশের নাটকীয় জয়

By Meherpur News

July 10, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা ফুটবল একাদশের আয়োজনে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর ম্যাচে আশরাফপুর একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে আশরাফপুর একাদশ ৫-৪ গোলে যুগিন্দা নাইন স্টারকে পরাজিত করে।

খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আশরাফপুর একাদশের সজিব। খেলা শেষে বিজয়ী দলের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রবিউল ইসলাম তার হাতে তুলে দেন।

খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।