রাজনীতি

যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতে হবে–মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম

By মেহেরপুর নিউজ

January 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেছেন,যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতে হবে। এ বিচার পর্যায়ক্রমে সারাদেশে শুরু করা হবে। আজ রোববার দুপুরে জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির ৩৮ তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আজ রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮ তম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জ্ঞাপন ও তার স্মৃতিতর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম (বীরউত্তম)। সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ, ২৭ নং মহিলা আসনের সংসদ সদস্য বেগম রুবি রহমান, বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) মাহবুব উদ্দীন বীরবিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, মেহেরপুর জেলা প্রশাসক সাহান আরা বানু ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন,সারাদেশের যুদ্ধাপরাধীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি রয়েছে। তদন্ত কমিটি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে তদন্ত শেষে বিচারের প্রক্রিয়া শুরু করবে।

তিনি আরোও বলেন,তদন্ত কমিটি ইতিমধ্যে সারাদেশে কাঁপ মেরে থাকা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।