বর্তমান পরিপ্রেক্ষিত

যুবলীগ চাঁদার টাকায় কোন অনুষ্ঠান করে না…বিশেষ বর্ধিত সভায় জেলা যুবলীগের আহবায়ক রিটন

By মেহেরপুর নিউজ

August 13, 2016

মেহেরপুর নিউজ, ১৩ আগষ্ট: যুবলীগ চাঁদার টাকায় কোন অনুষ্ঠান করে না, যদি কেও যুবলীগের নাম ভাঙ্গিয়ে অনুষ্ঠান করার কথা বলে কারো কাছে টাকা দাবি করে তবে আপনারা সরসরি আমাকে জানাবেন। তিনি নেতাকর্মীদের হুসিয়ারী করে বলেন যদি কারো বিরুদ্ধে কোন রকম চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে তবে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠানিকভাবে ব্যাবস্থা গ্রহন করা হবে। জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন। বর্ধিত সভায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে যদি মেহেরপুরের মাটিতে কেও কারো মিথ্যা জন্মদিন পালনের চিন্তা করে তবে যুবলীগ তা প্রতিহত করবে। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চলনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাদু, গাংনী উপজেলা সভাপতি মোসাররফ হোসেন, মেহেরপুর শহর সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মালেক হোসেন মোহন, সাজিবুর রহমান সাজু, আরিফুল ইসলাম ডালিম, ইয়ানুস আলী, শহর যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর সভাপতি আরফ শেখ প্রমুখ। বর্ধিত সভায় জেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।