বর্তমান পরিপ্রেক্ষিত

যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন

By মেহেরপুর নিউজ

July 06, 2023

মেহেরপুর নিউজ:

যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা কেক ও কাটা অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রতিমন্ত্রীর পত্নী মেহেরপুর জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সৈয়দা মোনালিসা ইসলাম উপস্থিত থেকে কেক কাটেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রতিমন্ত্রীর পত্নী ও মেহেরপুর জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সৈয়দা মোনালিসা ইসলাম,মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রূথ সোভা মন্ডল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফন্নেশা লতা, পৌর কাউন্সিলর রোকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাবেক ইউপি সদস্য রোজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।