টপ নিউজ

যে এলাকায় করোনা প্রাদুর্ভাব স্বাভাবিক থাকবে সে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

September 11, 2021

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন যে এলাকায় করেনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে সেই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। যে এলাকায় করোনা প্রাদুর্ভাব স্বাভাবিক থাকবে সে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক গতিতে চলবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সাম্প্রতিক করোনা ভাইরাসে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায় এর সঞ্চালনায় ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলার সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহাজামান,প্রধান শিক্ষক জাহিদুর রহমান, সহকারি শিক্ষক কমোর উদ্দিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসার আহ্বান জানান।