শিক্ষা ও সংস্কৃতি

যে কোনো মূল্যে শিক্ষার মান উন্নয়ন করতে হবে—– জেলা প্রশাসক মাহমুদ হোসেন

By মেহেরপুর নিউজ

August 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ আগষ্ট: মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেছেন, যে মূল্যে মেহেরপুর জেলার শিক্ষার মান উন্নয়ন করতে হবে। তিনি বলেন, জেলার একমাত্র সরকারী প্রতিষ্ঠানটির অনেক ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে ধরে রাখতে হবে।

জেলা প্রশাসক মাহমুদ হোসেন মঙ্গলবার দুপুরে তার কক্ষে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মাসুদা খানমের নেতৃত্বে বিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের উদ্দ্যেশে তিনি এসব কথা বলেন।

এসময় নবাগত প্রধান শিক্ষক মাসুদা খাতুন বলেন, আমি এ জেলারই মানুষ । এ জেলার শিক্ষার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবো। এসময়  অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সহকারী শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।