শিক্ষা ও সংস্কৃতি

যে কোন উপায়ে মেহেরপুর জেলার শিক্ষার হার বাড়াতে হবে–এমপি জয়নাল আবেদীন

By মেহেরপুর নিউজ

January 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারী:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন বলেছেন, যে কোন উপায়ে মেহেরপুর জেলার শিক্ষার হার বাড়াতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার বাজেটে শিক্ষার পিছনে সবচেয়ে বেশি বরাদ্ধ দিয়েছেন। আমরা চাই মেহেরপুরের শিক্ষার মান অবশ্যই উন্নতি হবে।

সংসদ সদস্য  জয়নাল আবেদীন বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর শহীদ ড.সামসুজ্জোহা নগর উদ্যানে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২ দিন ব্যাপি শিক্ষা মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন।

জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, পৌরসভার প্যানেল মেয়র রিয়াজতুল্ল­াহ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী। পরে সেখানে সেরা স্টলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এ সময় সেখানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সদর উপজেলা ইউআরসি’র প্রশিক্ষক জামাল উদ্দিন সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনোয়ার হোসেন, সৈয়দ মাসুদুল ইসলাম, মমতাজ পারভীন, আওলাদ হোসেন, মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।