বর্তমান পরিপ্রেক্ষিত

যে কোন দুর্যোগে সরকার পাশে রয়েছে – – জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

May 09, 2018

মেহেরপুর নিউজ, ০৯ মে: মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ বলেছেন, আত্ম মানবতার সেবায় বর্তমান সরকার কাজ করে চলেছে।যে কোন দূর্যোগে সরকার আপনাদের পাশে রয়েছে।

জেলা প্রশাসক পরিমল সিংহ বুধবার বিকালে জেলা প্রশাসক চত্বরে সাম্প্রতি টর্নেড ক্ষতিগ্রস্থ সদর উপজেলার আমঝুপি গ্রামের ১৫টি পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে ১৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২ বান্ডিল করে ঢেউটিন এবং প্রতিটি পরিবারের জন্য ৬ হাজার টাকা করে চেক বিতরন করা হয়।

এসময় জেলা ক্রান ও পূনঃ কর্মকর্তা মোঃ ওলিউদ্দীন আহাম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউপি সদস্য আলহজ্ব উদ্দীন, আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৫ মে রাতে আকস্মিক টর্নেডতে সদস উপজেলার আমঝুপি সহ আশপাশের গ্রামে কাচা-পাকা বাড়ি গাছ পালাসহ ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসাব অনুযায়ী কোটি টাকারও বেশি ক্ষতির তালিকা প্রস্তুত করে।