রাজনীতি

যে মুহুর্তে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যেগ নিয়েছে;ঠিক সেই মুহুর্তে বিরোধীদল বিচার কার্য বাঁধা দিতে নানা ধরনের কর্মসূচী গ্রহণ করছে–এম পি জয়নাল আবেদীন

By মেহেরপুর নিউজ

January 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারী:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন বলেছেন, যে মুহুর্তে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যেগ নিয়েছে;ঠিক সেই মুহুর্তে বিরোধীদল বিচার কার্য বাঁধা দিতে নানা ধরনের কর্মসূচী গ্রহণ করছে। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার,এই সরকার জনগনের সরকার। বর্তমান সরকারে উন্নয়ন মূলক কর্মকান্ড দেখে বিরোধীদল সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার চেষ্ঠা করছে। তাদের সেই চেষ্ঠা সফল হতে দেয়া হবে না। সংসদ সদস্য জয়নাল আবেদীন  শুক্রবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর গ্রাম আওয়ামীলীগের উদ্যোগে রাজাকারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার এবং যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। পিরোজপুরগ্রাম আওয়ামীলীগ নেতা পঁচা মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মতিন। সমাবেশে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষ কলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, আবুল হায়াত, আব্দুল মান্নান, আব্দুস সালাম, ডাবলু প্রমুখ। পরে মনু দফাদারের নেতৃত্বে বেশ কিছু বিএনপি ও জামায়াত নেতা-কর্মী সংসদ সদস্য জয়নাল আবেদীনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।