মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৮জুলাইঃ মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামে যৌতুকের টাকা দিতে না পারায় শুশুর বাড়ির লোক জনের হাতে খুন হলেন দুই সন্তানের জননী চামেলী (২৫) নামের এক গৃহবধূ । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হত্তান্তর করে। পারিবারিক সৃত্রে জানাগেছে, নিহত চামেলী কে তার পিতার বাড়ি কোলা গ্রামে বাদ জোহর জানাযার নামাজ শেষে গ্রাম্মো কবর স্থানে দাফন করা হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মেহেরপুর নিউজ কে জানান, শুক্রবার রাত্রী ৯টার সময় সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামে তুফার ছেলে আরিফুলের বাড়ি থেকে চামেলী নামের এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে ।শনিবার সকালে চামেলীর ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেছে নিহতের পরিবার। পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, ইসলাম নগর গ্রামের তুফার ছেলে আরিফুলের সাথে ৩ বছর আগে কোলা গ্রামের হজরতের মেয়ে চামেলীর সাথে বিবাহ হয় বিবাহর সময় চামেলীর পরিবার আরিফুল কে ৩০হাজার টাকা যৌতুক দেয় আরিফুল ও চামেলীর সংসার জীবনে তাদের কোল জুড়ে দুটি সন্তান জন্মনেয়। গত কয়েক দিন ধরে আরিফুল চামেলীকে তার পিতার বাড়ি থেকে আবারো ২০হাজার টাকা আনার জন্য মাঝে মাঝে মারধর করতোও চাপ দিতে থাকে এক পর্যায়ে চামেলীর পরিবার ২০হাজার টাকা দিতে সস্মতি জানান ও ১৫ দিন সময় নেন। আরিফুলের কাছ থেকে সময় পার হয়ে যাওয়ায় চামেলীর পরিবার সঠিক সময়ে টাকা দিতে না পারায় শুক্রবার দুপুরে চামেলীর স্বামি আরিফুল সহ তার পরিবারের লোকজন চামেলী কে পিটিয়ে হত্যা করে চামেলীর লাশ তার শুশুর বাড়ির ভিতরে রেখে শুশুর বাড়ির লোক জন পালিয়ে যায় পরে স্থানিয় গ্রাম বাসি চামেলীর পরিবার কে খবর দিলে তার পরিবারের লোক জন এসে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্ররন করে।