বর্তমান পরিপ্রেক্ষিত

রঘুনাথপুর আশ্রয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

By Meherpur News

July 03, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আবু সালেহ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. চায়না খাতুন ও আশরাফুল ইসলাম এবং মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুজন হোসেন প্রমুখ।