ব্যবসা ও বানিজ্য

রমজান মাসে দ্রব্য মুল্য সহনশীন পর্যায়ে রাখার আহবান———- মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন

By মেহেরপুর নিউজ

August 03, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩ আগস্ট:

জন্ম গ্রহন করলেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । এ কথা মনে রেখে আপনারা যারা ব্যবসায়ী কাজে নিয়োজিত তারা ওজনে কম দেবেন না । লাভ কম করবেন । মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আজ ৩ আগস্ট মঙ্গলবার মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির অফিস মিলনায়তনে মেহেরপুর চেম্বার অব কমার্সের উদ্যেগে গ আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন।  সভাপতিত্ব করেন মেহেরপুর চেম্বার অব কমার্সের সহ সভাপতি আশকার আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম , পুলিশ সুপার ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্প ও বনিক সমিতির সদস্য শ্যাম সুন্দর আগরওয়ালা, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক আফতাব আলী , ব্যবসায়ী আব্দুল গনি, সোহেল রেজা প্রমুখ ।

জয়নাল আবেদীন বলেন, রমজান মাসের কথা চিন্তা করে আপনারা মানুষের সেবা করবেন । সাধারন মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়ালরাখবেন।