কৃষি সমাচার

রমজান যেন আশীর্বাদ মেহেরপুরের শসা চাষীদের

By মেহেরপুর নিউজ

July 02, 2014

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুলাইঃ রমজান মাস আসতেই লোকসানের হাত থেকে বেঁচে গেলো মেহেরপুরের শসা চাষীরা। দুই টাকা কেজি দরের শসা এখন ২০-২৫ টাকা। এই দামে ভোক্তারা খুশি হতে না পারলেও চাষী এবং ব্যবসায়ীরা লোকসান কাটিয়ে উঠেছে। রমযান মাস শুরুর দু’দিন আগেও শসার দাম ছিল মাত্র দু’টাকা। এতে চাষীদের হাত উঠেছিল মাথায়। জমি থেকে শসা তুলে শ্রমিকের মজুরি তুলতে পারেনি চাষীরা। এই অবস্থায় অনেক চাষী জমি থেকে শসা তুলে গরু-ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করেছে। বর্তমানে শসা চাষীদের সোনার ফসল। দুই টাকার শসা চাষীরা এখন বিক্রি করছে ২০-২৫ টাকা কেজি দরে। ফলে চাষীরা লোকসান কাটিয়ে উঠে লাভের মুখ দেখছে। কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় শসার চাষ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে। সদর উপজেলার বন্দর গ্রামের চাষী আরিফুল জানান, এবার এ্ক বিঘা জমিতে শসা চাষ করতে খরচ হয়েছে ১২-১৫ হাজার টাকা। এই দাম অব্যাহত থাকলে ৩০-৩৫ হাজার টাকা ঘরে উঠবে। নতুন গ্রামের চাষী আলী হোসেন বলেন, শসা উঠার শুরু থেকে দাম পাওয়া যায়নি। ৫ মন শসা বিক্রয় করে লেবার খরচ ওঠেনি। বর্তমানে জমিতে শসা কম থাকলেও দাম ভাল পাওয়া যাচ্ছে। এই দাম থাকলে লাভ না হলেও খরচটা ওঠে আসবে। ঢাকা কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী রফিকুল জানান, রমজানের আগে শসা কিনে বাজারজাত করে লোকসান গুনেছি। এমন কি বাজার থেকে শসা কিনে দাম না পাওয়ায় নদীতে ফেলে দিয়েছি। কিন্তু বর্তমানে চাহিদা বেড়েছে,দামও বেড়েছে। ফলে  লাভের মুখ দেখছি। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ ড. মোঃ আখতারুজ্জামান জানান, এবার আবহাওয়া ভাল থাকায় শসার উৎপাদন হয়েছে বেশি। ফলে দাম পায়নি চাষীরা। রোজা আসায় শসার চাহিদার পাশাপাশি দামও বেড়েছে। এখন চাষীরা লোকসান কাটিয়ে উঠে লাভের মুখ দেখবে ।