কবিতা

রমযান হলো-সিয়াম সাধন

By মেহেরপুর নিউজ

May 17, 2019

-এম.সোহেল রানা

রমযান হলো- সিয়াম সাধন

নফস দমনে আত্মশুব্ধির মাস,

নামাজ- কালাম পড়তে হবে

সৃষ্টিকর্তার প্রতি রেখে বিশ্বাস।

রমযানের রোজা করেছে

ফরজ

সুস্থ্য দেহে মু’মিন মুসলমানের

সুবহে সাদিক সেহরী খেয়ে

সারাদিন রবে সবে অনাহারে।

রমযান শুধু, থাকা নয় অনাহারে

অশ্লীল থেকে বিরত মানব দেহাদেশ,

সন্ধ্যা হলে সবে, মিলে রোজাদারে

ইফতার করার রয়েছে নির্দেশ।

রমযান হলো- জান্নাত পাওয়ার

মু’মিনদের দোয়া কবূলের মাস,

জাহান্নামের দার থাকে অবরুদ্ধ

জান্নাতি দার অবমুক্ত,

নেই যার অবকাশ।

প্রথম দশক মাগফিরাতের

দ্বিতীয় দশক পাবে রহমাত,

তৃতীয় দশক নাজাত পাবে

নিশি জেগে করলে ইবাদত।