নির্বাচন

রাইপুর ইউপি চেয়ারমান প্রার্থী ছেপুর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় মানুষের ঢল

By মেহেরপুর নিউজ

October 16, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

শনিবার বিকেলে রাইপুরড ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। এর আগে ইউনিয়নের ইকুড়ি ঈদগাহ ময়দানে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,রাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনােনয়ন প্রত্যাশী ও বর্তমান ইউপি চেয়ারম্যান জননেতা গােলাম সাকলায়েন ছেপু।

এসময় বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,সাবেক ছাত্রলীগ নেতা আলম হােসেন, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল হােসেন,আজিজুল হক আজিজার মেম্বর,সেকেন্দার আলী মাস্টার,আবু সাঈদ মাস্টার প্রমুখ।