নির্বাচন

রাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত প্রার্থী গােলাম সাকলায়েন ছেপুর পথসভা

By মেহেরপুর নিউজ

November 05, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী গােলাম সাকলায়েন ছেপু পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিয়নের হাড়িয়াদহ ও কড়ুইগাছি গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌর সভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আহম্মেদ আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম।

এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী গােলাম সাকলায়েন ছেপু, আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দীন ঠান্ডু,ইছার আলী,স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাঈদ,সাবেক ছাত্রলীগ নেতা আলম হােসেন, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, রাজু আহমেদ,বকুল হােসেন মেম্বর,জসিম উদ্দীন মেম্বর,সাগর আলী,টিপু সুলতান,নুর ওয়াহেদ রাজু প্রমুখ।