গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী গােলাম সাকলায়েন ছেপুর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের চাঁদপুর গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানােয়ার হােসেন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌর সভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আহম্মেদ আলী।
এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী গােলাম সাকলায়েন ছেপু, আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দীন ঠান্ডু,আজিজুল হক,সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম,ছাত্রলীগ নেতা আসাদুল হক,রতন প্রমুখ।