খেলাধুলা

রাজনগর যুব ভলিবল টুর্নামেন্টে সজীব একাদশ চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নব-গঠিত বারাদী ইউনিয়নের রাজনগর মল্লিকপাড়া যুব সম্প্রদায় এর উদ্যোগে যুব ভলিবল টুর্নামেন্টে সজীব একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সজীব একাদশ ২-০ সেটে আতিক একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। নবগঠিত বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে শফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।