জাতীয় ও আন্তর্জাতিক

রাজাকার ইদ্রিস আলীর ফাঁসির আদেশ

By মেহেরপুর নিউজ

December 05, 2016

ডেস্ক রিপোর্ট, ০৫ ডিসেম্বরঃ

মানবতাবিরোধী অপরাধের দায়ে শরীয়তপুরের রাজাকার ইদ্রিস আলী সরদার ওরফে গাজী ইদ্রিসকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল  এ রায় ঘোষণা করেন। এ মামলার শুরু থেকেই পলাতক থাকায় ইদ্রিস আলী সরদারের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। বিচারকরা জানিয়েছেন, গ্রেফতার হওয়ার পর তার সাজা কার্যকর করা হবে।

ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মোট চারটি অভিযোগ ছিল ইদ্রিস রাজাকারের বিরুদ্ধে। এর মধ্যে প্রথম দুইঅভিযোগে তাকে মৃত্যুদণ্ড, তৃতীয় অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং চতুর্থ অভিযোগ সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।