ফুটবল

রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নেপোলি ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

July 30, 2019

মেহেরপুর নেপোলি ক্লাব আয়োজিত কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত ১২ তম শহীদ রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নেপোলি ক্লাব জয়লাভ করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত খেলার নেপোলি ক্লাব ৪-২১ গোলে নতুন শেখপাড়া একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে তুষার ২টি, রাজ ও সজিব ১টি করে এবং নতুন শেখপাড়া একাদশের পক্ষে রাসু ১টি গোল করেন।

# নিজস্ব প্রতিনিধি #