ইতিহাস ও ঐতিহ্য

রাত পোহালেই নতুন বছর।। শুভ নববর্ষ ১৪২০।। জেলা প্রশাসনের নানা কর্মসূচী

By মেহেরপুর নিউজ

April 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ এপ্রিল: বিদায় বাংলা ১৪১৯, স্বাগতম ১৪২০।  রাত পোহালেই পহেলা বৈশাখ। মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বাতার্য় জানান,“পহেলা বৈশাখ বাঙ্গালী জাতির অসাম্প্রদায়িক চেতনায় লালিত আবহমান ঐতিহ্য ও কৃষ্টির বিমূর্ত একটি দিন। নতুনকে আবাহনের এ দিনে জীর্নতা আর গ্লানি মুছে দিয়ে সবার প্রাণ ভরে উঠুক নতুন আলোর বন্যায়। নতুন প্রানের ছো্য়াঁয় জেগে উঠুক সবার দেহমন্ ঐক্য,মৈত্রী আর সম্প্রীতির বন্ধনে নবযাত্রা সূচিত হোক সোনালী উষায়”। আর নতুন বছরকে স্বাগত জানাতে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ অধির আগ্রহে অপেক্ষায় রয়েছে। সারা দেশের সাথে তাল মিলিয়ে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীরর মধ্যে রয়েছে,সকাল ৭টার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহীদ সাম,সুজ্জোহা পার্ক অভিমূখে মঙ্গল শোভাযাত্রা,সকাল ৮ টায় শহীদ সামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান,সকাল সাড়ে ৮টায় মেহেরপুর পৌরসভায় এবং মহিলা ক্লাব প্রাঙ্গনে পান্তা উৎসব,সকাল ৯ টায় সরকারী শিশু পরিবার ও জেলখানায় বাঙ্গালী খাবার পরিবেশন,সকাল সাড়ে ৯টায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন,সকাল ১০ টায় শহীদ সামসুজ্জোহা পার্কে গ্রামীন খেলা (লাঠি খেলা,বানর নাচ,সাপ খেলা ইত্যাদি), সকাল ১১ টায় মেহেরপুর জেলা কারাগারে কারাবন্দীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বিকাল ৪ টায় জেলা শিশু একাডেমীতে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা।