সারাদেশ

রাবি নামের এক শিক্ষার্থীর মৃত্যু

By মেহেরপুর নিউজ

February 10, 2019

ডেস্ক নিউজ, ১০ফেব্রুয়ারি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইংরেজি বিভাগের জামিউল হাসান (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার ওই শিক্ষার্থীর মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়। জামিউল হাসান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। জামিউলের সহপাঠী অনিক জানান, নগরীর ভদ্রা এলাকার একটি মেসে থাকতেন জামিউল। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তিনি গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করেন। ক্রমশ ব্যাথা বাড়তেই থাকে জামিউলের। পরে মেসে অবস্থান করা অন্যান্য শিক্ষার্থী জামিউলকে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বিকেল ৩টার দিকে মরদেহ তার গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহা. সাখাওয়াত হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে জামিউলের মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।