বর্তমান পরিপ্রেক্ষিত

রায়পুর ফুটবল টুর্নামেন্টে রাজনগর ফুটবল একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

September 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রায়পুর ফুটবল টুর্নামেন্টে রাজনগর ফুটবল একাদশ জয়লাভ করেছে। বৃহস্পতিবার রায়পুর মাঠে অনুষ্ঠিত খেলায় রাজনগর ফুটবল একাদশ ৪-০ গোলে চৌগাছা ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করে।

খেলায় বিজয়ী দলের সেহেল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলী হোসেন উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল, মেহেদী হাসান, আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।