শিক্ষা ও সংস্কৃতি

রেড ক্রিসেন্টের আন্তঃ বন্ধুত্ব প্রকল্প জাপান প্রতিনিধিদলের মেহেরপুর সফর

By মেহেরপুর নিউজ

July 27, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তঃ বন্ধুত্ব প্রকল্পের আওতায় মঙ্গলবার জাপান রেড ক্রিসেন্টের একটি প্রতিনিধিদল মেহেরপুর সফর করেন। সফরকালে ১২ সদস্যের জাপানী প্রতিনিধি দলটি মেহেরপুর শহর ও শহরতলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। এ সময় বিদ্যালয়ের ছাত্রীরা তাদেরকে ফুল ছিটিয়ে বরন করে নেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় বডির সদস্য অ্যাড. খন্দকার একরামূল হক হীরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্টের যুব স্বেচ্ছা সেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, হিসাব বিভাগের পরিচালক শাহ আলম, সহকারি পরিচালক সাইমা ফেরদৌসি, ফারুক ইকবাল। সমাবেশে জাপান প্রতিনিধি দলের নেতা ইয়ানদু বলেন, আপনাদের এ আতিথিয়তায় আমরা খুবই খুশি হয়েছি। আমরা জাপানে ফিরে গিয়ে আপনাদের এই আতিথিয়তা আমাদের সকলের মাঝে ভাগ করে নেব। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। এদিকে জামান প্রতিনিধি দলের আগামন উপলক্ষে বিদ্যালয় চত্বরে বাংলাদেশ ও জাপানের বিশাল পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  অনুরূপ এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।