এক ঝলক

রোম যখন পুড়ছে, নিরু তখন বাঁশি বাজাচ্ছে”

By মেহেরপুর নিউজ

April 01, 2020

রোম যখন পুড়ছে, নিরু তখন বাঁশি বাজাচ্ছে”। পুরাতন একটি প্রবাদ এটি। বহু বছর আগে ইতালির রোম শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পর সেখানে নীরু নামের এক ব্যক্তি বাঁশি বাজাচ্ছিল। সেটি এখন প্রবাদ হিসাবে দেখা দিচ্ছে। আবার সে বহু বছরের প্রবাদ বাক্যটি এখন বাস্তবেই দেখা দিয়েছে।

বর্তমান করোনাভাইরাস দিনকে দিন বিশ্বে ভয়ংকর রূপ নিচ্ছে। এ রোগের কারণে একে একে মৃত্যুর দুয়ারে গেছেন ৪৩ হাজারের বেশি মানুষ। মহামারি এ রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।

এই করোনাভাইরাস ইতালিতে এখন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনার ছোবল থেকে বাংলাদেশ ও রক্ষা পায়নি। করোনা ভাইরাসের কবলে রোম শহরে এখনো মানুষ মরছে।

আর এ সব কিছু অবগা করে নিরুর মত মেহেরপুরের ভৈরব নদে মানুষজন মনের আনন্দে মাছ শিকার করছে। করোনা ভাইরাসের কারণে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য সরকারিভাবে ঘোষণা দেয়া সত্ত্বেও মেহেরপুরের ভৈরব নদের দুপাড়ে শত শত মানুষ পাশাপাশি বসে মনের আনন্দে মাছ শিকার করছে। তাইতো বহু বছর পর আবারও জানান দিচ্ছে রোম যখন পুড়ছে নিরু তখন মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে।