বর্তমান পরিপ্রেক্ষিত

রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মেহেরপুর প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 19, 2017

মেহেরপুর নিউজ, ১৯ সেপ্টেম্বর:

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অকথ্য নির্যাতন, হত্যা, ধর্ষণ এর প্র্রতিবাদে মেহেরপুর বন্ধুসভার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মেহেরপুর প্রথম আলো বন্ধুসভার আয়োজনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রহিঙ্গা জনগোষ্ঠির উপর মিয়ানমার সেনাবাহিনি হত্য,ধর্ষণ সহ নানা প্রকার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকি তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে। বর্তমানে লক্ষাধিক রহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ করছে । মিয়ানমার সরকারকে অবশ্যয় রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের ফেরত নিয়ে তাদের যথাপোযোগ্য মর্র্যাদা দেওয়ার দাবি জানানো হয়। প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাইদ এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্ধুসভার উপদেষ্টা ডঃ এম এ বাশার, অধ্যক্ষ নুরুল ইসলাম, জানে আলম , রিপন , শিমুল পলাশ, নাহিদা রহমান, তানিয়া হক, বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুজ্জামান অনিক, যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন মন্ডল সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।