জাতীয় ও আন্তর্জাতিক

লকডাউন খোলার প্রথম দিনেই গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫০

By মেহেরপুর নিউজ

June 01, 2020

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায়  ৫০ যাত্রী আহত হয়েছেন।  সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর শিবগাতিতে সূর‌্যমুখী পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ওই বাসের  ২৮ জন যাত্রী আহত হয়। মারাত্মক আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানাগেছে।

অন্যদিকে, একই মহাসড়কের গেড়াখোলা এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হয়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে এবং মারাত্মক আহত ৪ জনকে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।