করোনাভাইরাস

লজ্জায় অন্যের কাছে হাত পাততে পারছে না তাদের প্রয়োজনে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার অনুরোধ

By মেহেরপুর নিউজ

April 01, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:

কর্মহীন ভ্যান ও অটোচালকদের মাঝে ৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে সম্পুর্ণ নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি ১৫০ জন কর্মহীন ভ্যান ও অটোচালদের পরিবারের জন্য আগামী এক সপ্তাহের খাদ্য সামগ্রী প্রদান করেন।

মেহেরপুর ২ আসনের এমপি বলেন, বৈশ্বিক সমস্যা নোভেল করোনা ভাইরাস সম্পর্কে আপনারা ইতোমধ্যেই সচেতন হয়েছেন যে কারণে আপনারা অধিকাংশ মানুষ নিজ নিজ ঘরে অবস্থানের কারণে কর্মহীন হয়ে পড়েছেন।

তাই কর্মহীন হয়েও এলাকার মানুষ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় পরিবারের সদস্যদের যাতে অর্ধাহারে ও অনাহারে দিনকাল অতিবাহিত করতে না হয় সে জন্য তার ব্যক্তিগত অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণের সামান্য প্রয়াসমাত্র। তবে তিনি সমাজের ধনিকশ্রেণী ও বিত্তবানদের নিজ নিজ এলাকার মানুষ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় এবং যারা লজ্জায় অন্যের কাছে হাত পাততে পারছে না তাদের চিহ্নিত করে প্রয়োজনে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

মাত্র কয়টা দিন দেখতে দেখতেই পার হয়ে যাবে মহান আল্লাহর উপর ভরসা ও নিজ নিজ বাড়ীতে অবস্থান করে বৈশ্বিক ঘাতক ব্যাধি নোভেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়ে নিজেকে, পরিবারের সদস্যদের, সমাজ ও রাষ্ট্রকে সহযোগিতার আহবান জানান তিনি।

এ সময় পৌর মেয়র আশরাফুল ইসলাম, যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, এমপি সাহেবের একান্ত সহযোগী মুক্তারুল ইসলাম, শ্রমিকনেতা মোতালেব হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।