বর্তমান পরিপ্রেক্ষিত

লালন শাহের অনুষ্ঠানে গিয়ে ট্রেনের ধাক্কায় গাংনীর মোমিনুলের মৃত্যু

By Meherpur News

October 18, 2025

গাংনী প্রতিনিধি :

কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহ এর অনুষ্ঠানে গিয়ে ট্রেনের ধাক্কায় মােমিনুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মােমিনুল মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের লিয়াকত আলীর ছেলে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ায় লালন শাহের মাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলামের পারিবারিক সূত্র জানায়,গত শুক্রবার বিকেলে গ্রামের কয়েকজন বন্ধুকে নিয়ে লালন অনুষ্ঠানে গিয়েছিলেন মোমিনুল। অনেক ঘোরাঘুরি করে তারা ক্লান্ত হয়ে পড়লে ট্রেনলাইনের পাশে অবস্থান নেয়।

এ সময় একটি ট্রেন চলে আসলে মোমিনুল ও তার বন্ধুরা দ্রুত সরে আসতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে মোমিনুলের মাথায় আঘাত লাগে। ওই ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোমিনুলের।