অন্যান্য

লিডারশিপ এ্যাওয়ার্ড পাওয়ায় জেলা প্রশাসককে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

March 13, 2016

মেহেরপুর নিউজ, ১৩ মার্চ: বাল্যবিয়ে মুক্ত জেলা ঘোষনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের মেন ফর ওমেন ক্যাটাগরিতে লিডারশিপ এ্যাওয়ার্ড পাওয়ায় জেলা প্রশাসক শফিকুল ইসলামকে সংবধর্না প্রদান করেছে জেলা কালেক্টরেটের কর্মচারীরা।

রবিবার বিকালে জেলা কালেক্টরেট কর্মচারীদের পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংববর্ধিত জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, এনডিসি মোহাম্মদ নুর এ আলম, কালেক্টরেট সদস্য মঈনুদ্দিন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শাহীনুজ্জামান, সহকারী

কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, শুভ্রা দাস, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা প্রশাসকের সিএ এম এ খালেক, কালেক্টরের কর্মচারী সমিতির সভাপতি মিজানুর রহমান, জেলা প্রশসাকের নাজির আব্দুল মান্নান, অফিস সুপার  আব্দুর রহমানসহ কালেক্টরেট কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কালেক্টরের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রæয়ারি মেহেরপুর জেলাকে বাল্যবিয়ে মুক্ত জেলা হিসেবে ঘোষনা করায় গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের মেন ফর ওমেন ক্যাটাগরিতে লিডারশিপ এ্যাওয়ার্ডে ভুষিত করা হয়। এ্যাওয়ার্ড নিয়ে তিনি রবিবার বিকালে তার কার্যালয়ে প্রথম অফিস করার সময় জেলা কালেক্টরেট কর্মচারী তাকে এ সংবর্ধনা প্রদান করেন।