টপ নিউজ

শক্তিশালী ঘূর্ণিঝড় আস্পানের কারণে মেহেরপুরে দিনভর বৃষ্টি

By মেহেরপুর নিউজ

May 20, 2020

মেহেরপুর নিউজ:

শক্তিশালী ঘূর্ণিঝড় আস্পানের কারণে মেহেরপুরে দিনভর বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুরের আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত শুরু হয়।

এরপর থেকে কখনো হালকা কখনো মাজারী এবং কখনো মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে বাতাস বইতে শুরু করে। দিনভর বৃষ্টিপাতের কারণে মানুষজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ লুকোচুরি খেলা করে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হতে দেখা যায়নি।

মেহেরপুর শহরে কিছু কিছু যানবাহন চললেও বৃষ্টির কারণে অনেককে কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হয়েছে। বিকেল চারটার দিকে শক্তিশালী ঘূর্ণিঝড় আস্পান বাংলাদেশ সীমানা অতিক্রম করার সময় তার প্রভাবে মেহেরপুরে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে থাকে। দমকা হাওয়া মেহেরপুরের বিভিন্ন এলাকায় বেশ কিছু গাছপালা ভেঙে পড়তে পড়ার খবর পাওয়া গেছে একই সাথে বৃষ্টির কারণে মেহেরপুরের নিম্নাঞ্চলে হাটু পানি জমা হতে দেখা গেছে।