বর্তমান পরিপ্রেক্ষিত

শনিবার মেহেরপুরে বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ বিতর্ক প্রতিযোগীতা

By মেহেরপুর নিউজ

May 04, 2018

মেহেরপুর নিউজ, ০৪ মে: শনিবার মেহেরপুরে বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিদা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে কালের কণ্ঠর পাঠক সংগঠন শুভ সংঘ। প্রতিযোগিতার ১ম পর্বে জেলার ৮টি বিদ্যালয় অংশ নিচ্ছে। অংশ নেওয়া বিদ্যালয়গুলো হচ্ছে-মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, আর আর মাধ্যমিক বিদ্যালয়, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিযোগীতায় ১ম রাউন্ডে চারটি প্রতিযোগিতার মাধ্যমে ১ম রাউন্ড সম্পন্ন হবে। প্রথম রাউন্ড থেকে বিজয়ী চারটি দল নিয়ে সেমিফাইনাল এবং সেমিফাইনালে বিজয়ী দুটি দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া সুযোগ লাভ করবে। বিতর্ক অনুষ্ঠানটি উদ্বোধন করবেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান আলী। কালের কণ্ঠ’র মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন ও শুভ সংঘ’র জেলা সভাপতি অধ্যক্ষ একরামুল আযীম সমš^য়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। শুভ সংঘ সদস্যরা প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবকের ভুমিকা পালন করবে।