মেহেরপুর নিউজ:
শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর জেলা আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আদিল করিমের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, সিনিয়র অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন, অ্যাডভোকেট আসাদুল আজম খোকন, অ্যাডভোকেট আফরোজা বেগম ফাতেমা , অ্যাডভোকেট সেলিম রেজা গাজী প্রমূখ। মানববন্ধনে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অনেকেই বিশ্বাস করেন বিচারপতিরা তাদের শপথ ভঙ্গ করেছেন। এজন্য তারা আইনগত ও নৈতিকভাবে বিচারকাজ পরিচালনার অধিকার হারিয়েছেন।