মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর: মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা জাফর আলী শেখের ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার দুুপুরে মেহেরপুর সদর উপজেলার শালীকা বালির ঘাট মাঠে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ। বক্তব্য রাখেন সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম ,মুক্তিযোদ্ধা হায়দার আলী কামাল হোসেন, মাহাতাব হোসেন,আব্দুস সালাম,ইলামিন হোসেন, মাহাবুব হাসান, এনামুল হক প্রমুখ। পরে সেখানে দোওয়া অনুষ্ঠিত হয়।