বর্তমান পরিপ্রেক্ষিত

শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে মেহেরপুর উপজেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি

By মেহেরপুর নিউজ

May 28, 2023

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, সদস্য দরুদ আলী সহ সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।