ইতিহাস ও ঐতিহ্য

শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে মেহেরপুরে ব্যাপক প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

September 21, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর:

হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে মেহেরপুরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এবার মেহেরপুর শহরসহ জেলার ৩ উপজেলায় মোট ৩৯ টি পূজা মন্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে ১২টি, মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে ৮টি এবং  গাংনী উপজেলার বিভিন্ন  গ্রামে ১৯টি মন্দিরে  প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। গত বছর মেহেরপুর জেলায় ৪৯টি পূজা মন্ডপ তৈরি হলেও আর্থিক দৈন্যতার কারনে এবার জেলায় মোট ১০টি মন্দিরে পূজা মন্ডপ তৈরি হচ্ছে না। এদিকে শান্তিপূর্নভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করার লক্ষে  মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ, অ্যাড. পল্লব ভট্টাচার্য প্রমুখ।

মেহেরপুরে ৩ দিন ব্যাপি বিশ্বকর্মা পূজা শেষ মেহেরপুর জুয়েলারি সমিতির উদ্যোগে  মঙ্গলবার মেহেরপুর শ্রী শ্রী হরিভক্তি প্রদায়নী পূজা মন্দিরে ৩ দিন ব্যাপি বিশ্বকর্মা পূজা শেষ হয়েছে। পূজার শেষ দিনে পূজা অর্চনা, আরতি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। বিশ্বকর্মা পূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে পূজা অর্চনা করেন। এসময় সেখানে শ্রীমতি ললিতা আগর ওয়ালা, আনন্দ, গোপাল, প্রশান্ত প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।