বর্তমান পরিপ্রেক্ষিত

শালিকায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

June 10, 2023

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামে তিনি গণসংযোগ করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে শালিকা দক্ষিণপাড়া থেকে গণসংযোগ শুরু করে শালিকা গ্রাম প্রদক্ষিণশেষে শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গিয়ে পথসভায় বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন।

গণসংযোগে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।