শিক্ষা ও সংস্কৃতি

শিক্ষাবিদ গোলাম আম্বিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট: প্রত্যেক বাবা চান সন্তান তাকে ছাড়িয়ে যান। আমরা আমার বাবাকে ছাড়িয়ে যেতে পারিনি। তিনি ছিলেন মহিরুহ্ আমরা হয়েছি পরাস্ত্র এই গুল্ম। সদ্য প্রয়াত শিক্ষাবিদ ও শুদ্ধ সংস্কৃতির প্রসারে নিবেদিত প্রাণ কর্মী গোলাাম আম্বিয়া স্মরণে আয়োজিক স্মরণ সভায় এ কথা বলেন, মরহুমের মধ্যম পুত্র মানবাধিকার কর্মী ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সম্পাদক হামিদুল ইসলাম হিল্লোল। সদ্য প্রয়াত শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মী গোলাম আম্বিয়া স্মরণে শুক্র ও শবিার দুটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গাংনী মাধ্যমিক শিক্ষক সমিতি এই স্মরণ সভার আয়োজন করে। গতকাল চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভার আয়োজন করে, তার প্রাক্তণ ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা। স্মরণ সভায় বক্তারা প্রচার বিমুখ নির্মহ প্রাজ্ঞ এই মানুষটির সাথে তাদের নানা স্মৃতি তুলে ধরেন। বক্তারা বলেন তিনি ছিলেন আলোর দিশারী তিনটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে পশ্চাৎপদ এলাকার মানুষকে আলোর মুখ দেখিয়েছেন। তার প্রাক্তন ছাত্ররা বলেন, আজ আমরা যারা অনেকই শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। তাদের  অনেক কেই দিন মজুরী করতে হতো, যদি তিনি এ স্কুল প্রতিষ্ঠা না করতেন। বক্তারা তার শিক্ষানুরাগ, প্রাজ্ঞতা, ব্যক্তিত্ব, সাহস, নিরোপেক্ষতা, নৈতিকতা ও নির্মহতার প্রসংশা করেন। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সাংসদ সদস্য মকবুল হোসন,মরহুমের জৈষ্ঠ্য পুত্র বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র ফটো সাংবাদিক সাইফুল ইসলাম কল্লোল, কনিষ্ঠ পুত্র বেসরকারী বিশ্ববিদ্যাল এআইইউবি’র উপ-পরিচালক রাশেদুল ইসলাম পল্লব, একমাত্র কন্য কবিতা, স্ত্রী সেলিনা আক্তার, জামাতা সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম,  শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশিদ প্রমূখ।