বর্তমান পরিপ্রেক্ষিত

শিক্ষার্থীদের ভাষা দক্ষতা উন্নয়ন শীর্ষক অবহিত করন সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 06, 2019

মেহেরপুর নিউজ, ০৬ মার্চ :

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেছেন আমাদের দেশে পরীক্ষা পদ্ধতিতে শুধু পড়া আর লেখা। এই দুইটি জিনিষের চর্চা হয়। কিন্তু বলা এবং শোনা এটির চর্চা হয় না। তাছাড়া শিক্ষার্থীরা বুঝতে পারে কিনা সেটা বুঝার উপায় থাকে না।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বুধবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভাষা দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মসূচীর অবহিত করন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত অবহিত করন সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার, প্রফেসর হাসানুজ্জামান মালেক।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার বিনয় কুমার চাকি, একাডেমী সুপারভাজার আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, আনারুল ইসলাম, শাহাজামাল, প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, আশাফুজ্জামান প্রমুখ। সভায় বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক গন অংশ গ্রহন করেন।