শিক্ষা ও সংস্কৃতি

শিক্ষার্থীর সাথে শিক্ষক-শিক্ষিকার পিতা মাতার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার মান বাড়ানো সম্ভব —- পরিচালক সামসুজ্জামান শামিম

By মেহেরপুর নিউজ

January 18, 2013

মেহেরপুরের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের অংশ হিসাবে আজকের প্রতিষ্ঠান গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী।এ প্রতিষ্ঠানটির সফলতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানের পরিচালক সামসুজ্জামান শামিম। তার সাক্ষাৎকার গ্রহন করেছেন মেহেরপুর নিউজরে বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন। সাক্ষাৎকারের চুম্বক অংশটি  আপনাদের সামনে তুলে ধরা হলো: মেহেরপুর নিউজ : আপনার প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কতটুকু সফল বলে আপনি মনে করেন? অধ্যক্ষ : ১৯৯৫ সালে গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমী, মেহেরপুর প্রতিষ্ঠা লাভের পর হতে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ১ম শ্রেণী থেকে ৫ম পর্যন্ত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে বাংলাদেশের সকল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় শ্রেণী ভিত্তিক সফলতায় জেলায় একক ভাবে প্রথম স্থান অধিকার করে আছে। এছাড়াও বিগত ০৩ বছর আমাদের প্রতিষ্ঠান সমাপনি পরীক্ষায় সরাসরি অংশ গ্রহণের সুযোগ পেয়ে ২০০৯ সালে জেলা প্রথম স্থান ও ২০১১ সালে ছেলে ও মেয়েদের মধ্যে পৃথক

ভাবে প্রথম স্থান অধিকার করেছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সফলতা অব্যাহত থাকবে আমাদের প্রত্যাশা। মেহেরপুর নিউজ: একটি ভালো শিক্ষা পতিষ্ঠান ও ভালো ফলাফল গড়ে তুলতে কোন বিষয় গ্রলোর উপর জোর দিতে হয় বলে মনে করেন? অধ্যক্ষ: ১. উন্মুক্ত ও মনোরম উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। ২. শিশুদের  সুপ্ত মনের বিকাশ সাধনে মনোরম পরিবেশ। ৩. শ্রেণীর কাজ শ্রেণীতে সু-সম্পন্ন করণ। ৪. শ্রেণীকক্ষে শিশু শিক্ষার্থীদের সাথে শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীর পিতামাতার সম্পর্ক গড়ে তোলা। ৫. খেলতে খেলতে শিক্ষা পরিবেশ গড়ে তোলা। ৬. অভিভাবকগণের সাথে নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থা করা। ৭. চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য শিক্ষ সফরের ব্যবস্থা করা। মেহেরপুর নিউজ : দুর্বল ছাত্র-ছাত্রীদের বিষয়ে দুর্বলতা দূর করনে কি করণীয় বলে আপনি মনে করেন? অধ্যক্ষ : শ্রেণী কার্যক্রমের বাইরে তাদের পৃথকভাবে পাঠদানে মনোযোগী করে গড়ে তোলা। মেহেরপুর নিউজ : শিক্ষার্থীদের মানসিক বিকাশে একজন ভাল শিক্ষকের ভূমিকা কি? অধ্যক্ষ : শিক্ষক ছাত্র সম্পর্ক অবশ্যই হতে হবে বন্ধুত্বপূর্ণ এবং একজন দূর্বল ছাত্রের দূর্বলতার স্থান নির্ণয় করে তা অভিভাবকের সহযোগিতায় দূর করতে হবে। মেহেরপুর নিউজ : পাঠ্য বই ও পাঠ্য বহির্ভুত বই পাঠের  গুরুত্ব কার কতটুকু? অধ্যক্ষ : শিক্ষা পাঠ্যক্রম সম্পন্ন করতে পাঠ্য বইয়ের প্রয়োজন। কিন্তু পাঠ্য বহির্ভূত বই পাঠে শিক্ষার্থীদের বিভিন্ন জ্ঞান অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেহেতু পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠ্য বহির্ভূত বাইয়ের গুরুত্ব অপরিসীম। মেহেরপুর নিউজ : মুখস্ত বিদ্যা নাকি বুঝে পড়া,আপনার কছে কোনটার গুরুত্ব বেশী? অধ্যক্ষ : অবশ্যই বুঝে পড়ার গুরুত্ব বেশি। মেহেরপুর নিউজ : অন্যান্য জেলার তুলনায় মেহেরপুরে শিক্ষার মান নিম্ন মুখি হওয়ার কারন কি বলে আপনি মনে করেন? অধ্যক্ষ: মেহেরপুরে শিক্ষার মান নিম্মমূখী হওয়ার কারণসমূহ নিম্মরুপ: ১. গুণগত মানের শিক্ষকের অভাব। ২.শিক্ষা প্রতিষ্ঠানে উন্মুক্ত ও মনোরম পরিবেশের অভাব। ৩.শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দূর্বলতার দিক নির্ণয় করে তা দূরীকরণের ব্যবস্থা না করা। ৪.শ্রেণী কক্ষে উপযুক্ত শিক্ষা দান না করে শিক্ষকদের প্রাইভেট পড়ানোর দিকে ঝুঁকে পড়া। ৫.শিক্ষার্থীদের পাঠ্য বাই ও পাঠ্যবহির্ভূত বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে না পারা। ৬. শারীরিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক না থাকা। মেহেরপুর নিউজ : আপনার শিক্ষা  প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কি ? অধ্যক্ষ : আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি নিজস্ব সম্পত্তির উপর নির্মানাধীন বহুতল ভবন হওয়ায় আমরা ২০১৪ সাল থেকে আবাসিক শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছি। সারাদেশের মধ্যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। মেহেরপুর নিউজ: সবশেষে, মেহেরপুরের অভিভাবকদের উদ্যেশে আপনার পরামর্শ কি? অধ্যক্ষ: সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার বিনীত অনুরোধ আপনার সন্তানের লেখাপড়ার বিষয়ে আপনি নিজে সময় দিন। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থীদের উপযুক্তভাবে গড়ে তোলার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে অনুরোধ করছি, যাতে আপনার সন্তানের আগামীদিনে দেশের কর্ণধার হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে ।