বর্তমান পরিপ্রেক্ষিত

শিক্ষার ডিজিটাল রুপান্তরে এ্যাওয়ার্ড পেলেন মুজাহিদ মুন্না

By মেহেরপুর নিউজ

November 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ নভেম্বর :

মেহেরপুরের জেলা শিক্ষার ডিজিটাল রুপান্তরের কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ এ্যাওয়ার্ড পেলেন নেটিজেন আইটি লিমিটেডের বিজনেস পার্টনার (বিইপি) মুজাহিদ মুন্না। শনিবার দুপুরে ঢাকা এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ সরকারের ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজাহিদ মুন্নার হাতে থেকে এ্যাওয়ার্ড তুলে দেন। এসময় নেটিজেন আইটি লিমিটেডের প্রেসিডেন্ট আশিকুজ্জামান খান তাকে ফুল দিয়ে বরন করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুই, নেটিজেন আইটি লিমিটেডের চেয়ারম্যান সাহিদ হোসাইন। মুজাহিদ মুন্নার এই অর্জন জন্য তাকে অভিন্দন জানিয়েছেন নেটিজেন আইটি লিমিটেডের যশোর জোনের বিজনেস পার্টনার রাসেল আহামেদ, মেহেরপুরের বিডিপি নাহিদুর রহমান, হাসান মাহমুদ, বিইপি রাজন আহামেদ, আব্দুল মান্নাফ, সাহেব হোসেন, মামুনুর রশিদসহ মেহেরপুর নেটিজেন টিমের সদস্যারা। অনুষ্ঠানে সারাদেশের প্রতিটা উপজেলার ৫শ জন বিইপি উপস্থিত ছিলেন। কাজের স্বীকৃতি স্বরূপ মুজাহিদ মুন্নাসহ ৪০ জনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।