বর্তমান পরিপ্রেক্ষিত

শিক্ষার মান উন্নয়নে রাধাকান্তপুর সঃ প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

August 17, 2023

মেহেরপুর নিউজ:

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসএমসি কমিটির সহ-সভাপতি ফিরাতুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেসে বক্তব্য রাখেন আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।

অভিভাবক সমাবেশে প্রধান শিক্ষক আশরাফুজ্জামান রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও সামাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইসমত আরা, সহকারী শিক্ষক আল মামুন প্রমূখ। অভিভাবক সমাবেশে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।