অন্যান্য

শিশুদের গন্ডগোলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত

By মেহেরপুর নিউজ

May 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মে: শিশুদের মারামারি থামাতে গিয়ে  প্রতিপক্ষের হামলায় রোকসানা খাতুন নামের এক গৃহবধু আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি  করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামের দুলুর ছেলে আরাফাত ও মিলনের ছেলে লিখনের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় লিখনের মা রোকসানা  থামাতে গেলে দুলাল নামের এক ব্যক্তি তার উপর হামলা চালায়। এতে সে আহত হয়।