বর্তমান পরিপ্রেক্ষিত

শিশুরা অমিত সম্ভাবনার আধার- জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

June 06, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার উদ্যোগ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুরা অমিত সম্ভাবনার আধার। প্রতিটি শিশু স্বতন্ত্র। তাদের চিন্তা ভাবনা, জ্ঞান পিপাসা, অন্বেষা, শিক্ষা আলাদা। প্রতিটি শিশুর মধ্যে লুক্কায়িত সব মনি-মুক্তা আমাদের বের করে নিয়ে আসতে হবে। তিনি আরোও বলেন, শিশুদের শুধু আগামী দিনের ভবিষ্যত বললে কম বলা হয়, তাদের বর্তমান সম্ভাবনাকে অস্বীকার করা হয়। তারা শুধু আগামী দিনের ভবিষ্যত নয়, অমূল্য বর্তমানও।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ। প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরপুর জেলার তিনটি উপজেলা সংগীত শিল্পীর অংশগ্রহণ করেন।